সময়ের ট্রেন খুব দ্রুত চলছে
মানুষ মানুষের গন্ধটা ভারি হচ্ছে-
স্কুল কলেজ বন্ধ! নৈতিকতা
মেলার দুর্গন্ধ নেই শুধু নিষ্পাপ জ্বালা
ধন্যবাদ নাকি অনুরাগ; বুঝা বড় মুশকিল।
অথচ এভাবে বছর পর বছর চলছে
সময়কে আর থামনো যাবে না-
বাতাস কে আর ছোঁয়া যাবে না!
মেনে নিতে হবে এ জন্মের ইতিহাস;
জল মাটি বালুচর আর ঘাস ফিঙে উর্বর
তবুও এ প্রজন্মের ট্রেন দেখছি খাঁটি
মানুষ মাটিতে মাটি খুব গন্ধ পরিপাটি।


১০ মাঘ ১৪২৮, ২৪ জানুয়ারি ২২