=========================
উড়ে উড়ে বাতাস ছোঁয়া- গায়ে নও অনুভূতি
আর কত রাখবে বলো- বেঁচে থাকার অসংগতি;
আবার ভোর হবে কি? এসব রীতিনীতির খবর
হাড়কাপা শীত ভাবো- উষ্ণ টানো ঘামের ইতি!
রাখলে মনে- থাকলে প্রণয় ভরা সুর স্মৃতি-
চাঁদের গায়ে উচ্ছ্বলাবে সাড়া রাত প্রেমপ্রীতি।


গন্ধ খুঁজ আড়শী নগর- সাজও কেনো তুলসীপাতা
রাস্তার বাঁকে করলে এতটুকু- হাত ভরা হাল খাতা-
শুধু ঝিলকে উঠবে মরীচিকা- সুগন্ধী ছড়াবে হাওয়া
মাটি চিনবে খাঁচা- বৃদ্ধ দেহে আড়শী নগর মরা বাঁচা
কি বাসরে কান্দ বুঝি- উজানে নেই ঢেউয়ের গীতি-
কেমনে টানো মাঝি তোমার গায়ের গন্ধ অনুভূতি।


২৩ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০৭ জানুয়ারি ২০
----------------------------------------