====================
নীল কিংবা সাদা আকাশটা ঘুরছে- ঘুরছে
মেঘের মাথা উপর করে অথচ বাতাস উষ্ণ
ভুলেছে- ভুলেছে শুধু রাত্রির নরম বালিশে;
তারপর প্রকৃতি জেনো প্রেমময় জানালা খুঁলা-
শিশির ফোটা জল- জল- তবুও আকাশটা
করতে চায় ছল- ছল- মেঘের গাঁয়ে চল-চল।
কিছু সময় ভুলে গেছে আর কিছু অতীত
এখন শুধু বর্তমান আর ভবিষ্যৎ করছে শুধু
নাওজিবিল্লা জানিম- তবুও নিশ্বাসে বাতাস
গতিপথ করে যায় স্মৃতির গঙ্গা জলের আজীম।  


০৯ অগ্রহায়ণ ১৪২৬, ২৩ নভেম্বর ১৯
------------------------------------