=======================
এই জেগে উঠছে অমাবস্যা রাত-
শুন জোনাকিদের আলত ছুঁয়া নিভু নিভু
করছে আলোময়-
এ পরলো বুঝি প্রাণচঞ্চল হাসি;
সাগরের ঢেউয়ে হারাল- নদের বুকে ফাঁকি;


কি করলে চির তরে ভাঙ্গনের
নীবর আর্তনাদ-
ভেসে যাচ্ছে ‍কৃষ্ণচূড়া রাঙা পথ,
শুকনো পাতা, বালুচর,
এই সব উপেক্ষা করা প্রত্যয়;


না আমি আর পারছি না
চাঁদ ডুবলো আমার উঠান জুড়ে-
তবু পূর্ণিমার ছোঁয়া লাগলো না
লোমকোষি গায় কি অদ্ভূত বাতাসের অনুভূতি-
তাই না;


উজ্জ্বল শুধু লাঞ্চনা-
অতঃপর ফুরালো না গঞ্জনা
এ আঁধার ঠিকানা
যেনো জোছনা ছায়া বিরামবনা
শুধু আমারী এ কেমন গঞ্জনা।


০২ ভাদ্র ১৪২৬, ১৭ আগস্ট ২০
-----------------------------