কষ্টের সীমান্তে যদি ভালোবাসার জলারণ্য থাকে
কামনার উচ্ছ্বাস কাঠবিড়ালির মতো নাচে-
আর কাকের মতো শোকবহ কা- কা ডাকে।


গগণনীড়ে শূন্য মেঘের নীলে নাটাই ঘুড়ি উড়ে
পদ্ম শিশির ভিজা চরণ তো রাঙে
ফুর ফুর করে ঘাসফড়িং ঘুমিয়ে পরবে
নাটাই সুত ভাঙা বেড়ার বাতির মাঝে গুঞ্জে রাখাবে।


তারাদের মিছিলে হারিয়ে যাবো
সমস্ত কষ্টের ঝর্ণাধারা শুকে যাবে-
ভালোবাসার নাটাইটা ঐ হাতে গুঞ্জে রবে-
নিঃঘুম পূর্ণিমার নিশিতে ইচ্ছে হলে
গুঞ্জানি নাটাই ঘুড়িকাশি উড়াবে।
২১-১০-১৭
=======