এই সময়ের গায়ে শুধু রস গরেছে বৃদ্ধাঙ্গুল
বয়সের নুনে ধরেছে ফাল্গুন ঠোটে আগুন-
স্মৃতির সবুজ মাঠ জুড়ে নেপথ্যের সোনালী ফসল
এরপর চালতা ফুলের মতো বাঁচতে হবে সরল


সে কাল এ কাল যতই থাকুক না দেহ যৌবনে বৃদ্ধাঙ্গুল
শ্রদ্ধা ভক্তির নাই মনবল দেখি নাই নিয়মে রথেচল!
তবুও বৃদ্ধ হবে চুল পাকবে নুনা ধরবে দেহবল-


ক্রোধ চেতনায় এখনো হায়নার মতো মুঠায় বৃদ্ধাঙ্গুল;
তবে এটাই জীবনের সিঙ্গাহল আর ছলা কলা-
এতটুকু ভাবতে হয় পূর্ণি মার প্রণয় বৃন্দাচল।
০৯-০৭-১৭
-------------