====================
হায়নার সাথে সহবাস করে
হায়নায় গড়েছো বিবেক
কি করে ভাবতে পারি; হায়নার
থাকতে পারে বিবেক?
তাই তো চারিধারে হলিখেলায়
করছো রক্ত মাংস স্নোন-
তুমি সভ্যজাতীর নব্য হায়নার প্রাণ;


তবে কেন এতো লাভ লালসার
রক্তচক্ষু -কেমনে পারও
হায়নার কাছে ভিক্ষু- এই বোধের
ইশারায়- কখনো করবে না ক্ষমা
ইতিহাস- দিয়ে যাবে থু থু ধিক্কার
থু থু ভরা গায়ের পারে লাশ-
তুমি সভ্যজাতীর নব্য হায়নার প্রাণ।


২৭ আশ্বিন ১৪২৬, ১২ অক্টোবর ১৯
-----------------------------------