একদিন আব্বাক কনু হামাক আনা
কানছেগেরি দেখবার নিয়ে যাও তো;
হামী যমুনা নদীও দেখে আসমুহিনি!
আব্বা কল মেলাদূর- ওদে গাও পুড়ে
যাবিহিনি তোর বাবা ; পুড়ে পুড়ুক গে।


আব্বা কল কিসেন হছে পাট নিরেচ্ছে
হামী পান্তা নিয়ে যামু, হামী তখন কান্দন জুড়ে
দুনু মাটির মধ্যে গরমারলেম আব্বা কল মাথল
মাথাত দিয়ে চল ক্যাকা চুদন বুঝিসহিনি;


আইলের দিয়ে হাটে যাছি আর পরে যাছি
হামী তো আবার কান্দন জুড়া দিনু ও আব্বা
হামী আর হাটবের পারছি না আব্বা কল তথন
হামার গারে উঠেক- বাবার কষ্ট হছে তাও গেলাম;


দুপুর হলো ওদে পুড়িযাছি বিকাল হলো তারপর
আব্বা কল উযে ঝাউগাছ দেখুছু ওটা হলো তোর
দাদার কমরমাঝি ভি মেলাকরে কাউন হয় কি সুন্দর
আব্বা হাছেম চাচাক কল ছিকের মধ্যে বসে ওক বাড়িতে
নিয়ে আসেক আর মনে মনে কলেম আর কোনদিন কানছেগেরি
দেখতে যামুনা- এখন কানছেগেরি শালা যমুনার পেটের
মধ্যে ভাসে গেছে আব্বাক আর কইনা চলতো আনা
নদী দেখে আসি, কানছেগেরি এখন বালুচর তোমার
নাত নাতীরা নামী শুনবি হামাগিরে কানছেগেরি ভিছিল।


০৪ আশ্বিন ১৪২৬, ১৯ সেপ্টেম্বর ২০
------------------------------------
বগুড়া আঞ্চলিক ভাষায় লেখা চেস্টা করেছি