=======================
বর্ষপঞ্জি হিসাব নয় বাস্তবতাই প্রতি ক্ষণ-
দেখো অঙ্কুর আর ঝরা পাতা !
নিয়ম তবে মন গড়া নয়- তাহলে মানবতা!
ঠিক সুনিয়া পাগলী কিংবা দয়ের ব্রীজ,
এমন কি সবুজ গাছ গাছরা আর লম্বা সারির বাঁধ;
সূর্যহাসিটা বড় কঠিন কড়াদে গাছ কাটা
সময় একটা নিয়তির দাঁড়িপল্লা-
সেখানে বিবর্তনের রঙ করা বর্ষপঞ্জি শাখাপ্রশাখা;
অতঃপর বাস্তবতা যমুনার মতো স্রোতবহ-
কেউ সুখেই কাদে কেউ দুখে হাসে এটাই নিয়তি ।


০৬ চৈত্র ১৪২৫,২০ মার্চ’১৯
-------------------------