======================
হাওয়ায় চোখ ফুটেছে হাজার স্বপ্নপুস্প-
গন্ধ বা কতটুকু ছড়াবে জল মাটি স্পর্শ;
রবি শশী স্বাক্ষী যখন, তখন বা তারার দল
সমনে সমনি কথা বলে জোনাকির আলো-
ফিরফির ঘাসফড়িং কোন দিকে উল্টো!
হাওয়ায় বেশে ফুল করছে শুধু ফুরফুর কত
গা ঘামে না তাকডুম তাকডুম খেলা মাত-
বাঁশপাতা ছুঁয়ে যায় দৃষ্টি উপর গন্ধ হাওয়া শত;
আয় রে ছুটে আয় রাত যে হলো দীর্ঘল রত
বাদরমুখি কষ্টগুলো মুছে গেছে ক্ষত আর ক্ষত-
হাওয়ায় চোখ ফুটেছে- এ বাগান জুড়ে যত।
২৪-০২-১৮
=======