=====================
কিসের উন্মোচনে, মেতে উঠে মত্ত
পশুপাখিদের মিলে যত্রতত্র-
লাল সবুজচিত্রে কাকে হায়না বলবো
হাওয়ার মন ভেবে পাচ্ছি না !
এতোটুকু বলতে পারি চক্ষুনাসিকা দর্পন
মিলে অগুণিত ধোঁয়াশা।


মন অলীক কত খেয়াল,অসীম দূরে সংসার
স্পষ্ট তাহাতে হায়নার বসবাস-
আফসোস ড্রাগন ডাইনাছরের মতো একদিন
বিলোপ্তি হবে হায়না- অতঃপর
হোক শান্ত পায়রা, ভাবনার দ্বার করছে স্নান;
না নইলে তোকেই বলা হবে হায়না।
২৪-০৪-১৮
======