========================
সবুজ জীবন, অপরূপ সুগন্ধ- বকুল ঝরা রাত-
গোলাপের দৃষ্টিগোচর রিনিঝিনি বৈশাখি পথ;
গত হয়েছে কত আকাশ ভরা নীলাম্বরী মেঘ-
তবুও চলছে, ফুটছে বকুল- দৃষ্টিপাতে গোলাপ।


শুধু শূন্য হাতে গন্ধ সুবাস- উড়ছে বাতাস!
এভাবেই প্রহসন- এভাবেই ভাঙ্গছে জীবন-
কত বার ভাবনা করছে মৃত্যুর স্বপ্ন রঙিন !
অতঃপর হাজার ফুল- হাজার গন্ধে অকুল।
২৮-০৩-১৮
========