======================
একটা শান্ত শহর, রূপের শহর,চলছে
কি রক্ত ঝরা বুলেট কিংবা এসিড দগ্ধ;
কিসের আশায় কর অমরত্ব নাকি বাহুবল
না অন্যকিছু! ভাবতেই গা ঝিমঝিম করে
উঠে আর্তনাদ- তবুও চিৎকার করতে পারি না;


অথচ কিটপতঙ্গরাও বিরক্ত, তারাও রূপায়ন চায়-
শান্তি চায় কিন্তু রক্তাক্ত মাটি-এসিড দগ্ধ ধোঁয়ায়
বাতাসে দুর্গন্ধময় এ শান্তির শহর- রূপের শহর;
তোমার ঈশ্বর কৃপায় তুমি শুধু মানবতা হও-
দানব হও না- অতঃপর তোমার কর্ম জ্ঞানে
তোমার ঈশ্বর কে তুমি দানব চিহ্নিত করো না।


২৩ ভাদ্র ১৪২৬, ০৭ সেপ্টেম্বর ১৯


--------------------------------