========================
ইতিহাসের শরীরিল বড়ই স্পর্শকাতর
ছুঁয়ে দিলেই রঙিন হয়-
কিন্তু যে ছোঁয়ে দিবে সে কি জানে?
ইতিহাসের বেদনা- ইতিহাসের স্বরূপ কবিতা;
অতঃপর ইতিহাস স্বার্থের চোকিদার নয়-
ইতিহাস বিধার সৃষ্টি নয় -
যুগে যুগে সৃজনশীলতাও নয়-
পশুপাখি, মানব মানবী, গাছপালা, লতাপাতা
ফুলফল, সুর্যচঁন্দ যেমন সৃষ্টি হয়েছে
তেমনী ইতিহাস জন্ম !
নগ্ন বর্বরতার সময়ে ইতিহাস পথ চলার বড় ক্ষয়;
পূর্ণতা করবে কে? তারি তো বিজয়-
শুধু ইতিহাস এমন নয়।
১৬-০৪-১৮
-----------