==================
একটা ভুলের অকারণে
কবর হয়েছে এক মুঠো রৌদ্র মাটি !
অপেক্ষার প্রহর
গুনেছে অনলে পুড়ে পুড়ে খাঁটি
তবুও ভুল কথায়-
শ্বেত পাথরের দীঘশ্বাস এতটুকু জানি;


একটু মায়া ভরা
মেঘ আর আফসোস করবে না-
সেখানেই সীমাবন্ধ সারি
সারি বাধ, যমুনা মিশবে না বাঙ্গালী
এখন জীবন্তলাশ!
ঐ রূপালী মৃত্তিকা ভুলেও ছুঁইবে না
এই জীবন্ত কবর।
২০-১০-১৮
-------------