======================
সেখানে রেখে এসেছি- দিন
রাতের একমুঠো ধূলিমাখা ঘাসের স্পর্শ !
দুরন্ত সোনালী রৌদ্রোজ্জ্বল মেঘ-
আর জলকাঁদার ঢেউ- অথচ আজ শুধু
চৈত্র মাস কিংবা বর্ষা, শীতের
উষসী ঊর্মীর কম্পন; তবুও মাটির বুকে
মাঝে মাঝে শিহরণ জেগে উঠে-
ঠিক যে নো প্রভাতী ফুল ফুটার মতো !
কিন্তু কি বা করার আছে, বলো-
এতো নিয়তীর খেলা কখন অদ্ভুত- সময়
অসময়ে হয়ে উঠে আত্মার্তনাদ-
আর দুই একটা ঋতুর কৃষ্ণচূড়া, শিমুল ঝরা
গগণে বজ্রপাত- এমন কি তীব্র
ঝড়ের বেগেই রই অজানার এক অন্তর্যামী।
১৮-০৯-১৮
-----------