======================
সময়গুলো ঝরাপাতার মতন ঝরছে-
নতুন করে সোনালি মাঠ অভিমান ছেড়ে
ঘ্রাণ যুক্ত ফসল ফুলছে;
আনন্দ ঘন উঠান এখন প্রস্তত -
ধানের খরগুলো আগের মতো
গো মারা হয় না রোদেই শুকান হয়।


ভাবনাতে করোনার আতঙ্কিত-
তবুও থেমে নেই দুর্বাঘাসের ঘাসফড়িঙ র
উড়া রঙবিরল প্রজাপতিদের আনাগোনা
হতবাক শুধু বিবর্তন কিছু মাঠ ঘাট আর
সোনালি স্মৃতির বাঁধন;


ধূসর মাটির বুকে ঘুমপারানির পালঙ্কপোষ
এতো সময় চলছে ঝরা পাতার রঙ আওয়াজে-
অতঃপর ধূলিময় চোখ কিংবা
সহয্যময় চাপা থাকা কষ্টগুলো।


২৫ চৈত্র ১৪২৬, ০৮ এপ্রিল ২০
--------------------------