কদমগাছের কদম ফুল
আর নদীর জলে পদ্ম ফুল-
নতুন নতুন দেখে দেখে
বেড়ে যায় কষ্ট অতল!
তুলোর গাছের শিমুল ফুল
গনধ সুবাস ঝরে বকুল ।


বকুল ঝরা অমাবস্যার একটা তারা
পূণর্তা পায় না এ আকাশ ছাড়া!
আকাশের বুক জুড়ে কায়ার ছায়া
কে জুড়ায় স্মৃতির মায়া ;


শুধু মায়ার জলে উল্টো দুটিচোখ
নতুন নতুন দেখে দেখে
বেজাই বাড়ে কষ্ট অতল!
১৩-০৭-১৭
-------------