বয়সের লতাপাতা আর জীবন মানের
মধ্যে এক আর্তনাদ শুধু লুকোচুরি খেলে,
নিখুঁত ভাবনার আকাশে ধোয়া উড়ে বেশ!
অতি সংগোপনে জীবনের অর্থ স্বার্থকতা হয় না
কারণ পরিবেশ পরিস্থিতি নিবিড় ভাবে জড়িত থাকে


বৃদ্ধ বয়সে চারপাশ থৈ থৈ করে জলের ঢেউ-
কিন্তু সাঁতার জানি বা না জানি-শুধু কৈশর চাই!
এক গলা হাহাকার আফসোস চোখে দৃশ্যপটের বাহার
অথচ যত সব পরিকল্পনার সাজসজ্জা করে অম্লান-
তারপর মৃত্যু পেলাম কি জীবনের অডিট মানেই শূন্য।


১৩চৈত্র ১৪২৮, ২৭ মার্চ ২২