======================
ওরা জগদ্দল শূন্য জলের দুটি হাঁস
খেলছে খেলছে- ভাসছে তাস তাস-
উৎফুল্ল আহা কি? সুবাস জেনো মৌ মৌ মুকুল
ফাল্গুনের গুলা জ্বলছে -জ্বলছে ভালোবাস;
ইদুঁর দেখছে- বিড়াল মিউ মিউ করছে-
মাঝে মাঝে সন্ধ্যাতারাদের অর্তনাদ ক্লান্তিশ্বাস;
তবুও যুগল হাঁসের দৃষ্টিচঞ্চল ডানা উড়ানো
একমেঠো ছায়াহীন দুর্বাঘাসে উল্লাস
অতঃপর নির্ভেজাল আঁধারে দীর্ঘশ্বাস
পিছুহাঁটে,চক্ষু হাসে বিদায় জগদ্দল হাঁস।
০৪-০৩-১৮
=======