========================
মনের জল যদি জ্ঞানের সন্ধি কোণ হয়!
তবে নদীর কিছু আসে যায় না- তবুও মনের
অনুভূতিতে অনুরাগ শুধু বাস্তবতার দৃষ্টি
বালি কিংবা বিদ্যুৎ চমকানো হিংসার মেঘ;
বৃষ্টি মাটি ভিজে একাকার অথচ রোদ হাসি
এক ফালি চাঁদের পৃর্ণিমা জেনো আকাশ ধু ধু  
করা নিশ্বাস; অতঃপর মনের জল বাস্তবতার গহীনে
বালুচর কিংবা শীতল জল জনসমুদ্রের উষ্ণ ঢেউ।


১৮ অগ্রহায়ণ ১৪২৬,  ০২ডিসেম্বর ১৯
--------------------------------------