দৃষ্টিগোচর কিছু চাওয়া পাওয়ার
জন্য উন্মাদ! বয়ে চলছে মহাসাগর;
দর্শণে ঝরবে ঝর্ণার আইল পাথর;
দৃষ্টি পলক তুমি স্থির হও! যেমনটি চাঁদ,
সূর্য, নীলাকাশ ঠিক ফাল্গুন বেলা-
হেমন্তের গল্প! তেমনী শীতল হাওয়া হোক
অম্লান- ক্ষীণ তৃপ্তির গভীরে আনন্দ মন
লজ্জাবতি নয় যেনো স্পর্শের আচড়;
তবুও ‍দৃষ্টি একটা পাকাপোক্ত ফলের বাগান
হাহাকার থাকা স্বাভাবিক! অতঃপর
আমি দিলাম মেঘ ছুঁয়ে কিংবা সমুদ্রের ঢেউ
গড়তে থাকুক দৃষ্টিগোচর জল আর জল।


০৭ আশ্বিন ১৪২৮, ২২ সেপ্টেম্বর ২১