মনের চৌওকাঠে- মনের বন্দরে
জলের ছোঁয়া লেগেছে- লেগেছে-
এই বুঝি হলো দেহের সনে
জলের পিরিতি
জল ছাড়া কি করে হওয়া যায়
সাধু সন্ন্যাসী ।


১৮হাজার মোখলুকাদের যদি হয় গো
জলের অপর নাম প্রাণ-
দোয়া অনুভূতির কে রাখে মান
শুধু কু-কথার মেঘে ছড়াছড়ি
কালোআসমান;


সেই আসমানের জল হও-
জল হয়ে নদী বিনা আমন্ত্রনে আসবেই
ভিজে দিয়ে যাবে
দেহের চৌওকাঠ উষ্ণতার
অনুভব না পাবে
শীতলতার পবিত্র আপবিত্রের হবে
পল্লিস মাটি।
০৭/০৫/১৭
----------