=======================
মাটিতেই নাকি নোনা জল!
কিন্তু দক্ষিণায় গড়ে তা বুঝার ছিল ভুল,
তবুও তো মাটির পুতুল;
তাই অবুঝ কৃষ্ণচূড়া খুব আকুতি করেছিল;
তারপরও ঝরে গেলো !
কিন্তু পুতুল আর বুঝলো কই ছেড়েই দিল
বৃষ্টির ঝন ঝনানির ভাষা-
এদেকে চিরজন্মের তছরূপ হয়েই গেলো-
ঐ নীল সাদা সাদা মেঘ আর
জীবন্ত সবুজের অরণ্যলতা- ধু ধু বালুচর
এতো ঊষসীর জীবনবৃত্ত;
হাওয়ায় শূন্য ঘেমের ভেলায় ভেসেই রইলো-
অথচ উড়বে যখন বোধগম্য !
ঠিক তখন দেখো! জলের উপর মাটি নেই।
২০-০৯-১৮
--------------