============
জলকাদা তোকে ভাবি
নিত্য ক্ষণে বুকের মাঝে
তাই তো বয়ে চলে নদী;
জলকাদা তোকে ভাবি।


ঝরছে কৃষ্ণচূড়া পাপড়ি
আকাশ ঠোটে চাঁদ দেখি
দিবানিশি ঝিলিক বাজি-
তেমন করে আসে যদি


প্রভাফেরি -দুঃখ নাও
বয়বে না আর বয়বে না
সাত সমুদ্র তের নদী-
জলকাদা তোকে ভাবি।


২৭ পৌষ১৪২৫,১০জানু’১৯
-------------------------