==========================
নিত্য ক্ষণে কি জানি এক গন্ধ
তাড়া করে যায়- ভীষণ গন্ধের নিকুঞ্জ আভাস-
সেখানেই শুধু জীবন্ত লাশের বাসর করা বন্ধ;
ভাবনার জ্বলন্ত কুড়ায়- রোজ ক্ষত
বিক্ষত- ভাজা হয় এক চন্দ্র।
তবুও মাঝে মাঝে বিষন্ন মেঘ ভেসে যায়-
অদূর গাঁয় অথবা গাংচিলের বিলে কিংবা মেঘলা রাত-
সেখানেও খুঁজে পায় কিছু জীবন্ত লাশের সংশয়-
আহা কি সহ্য যন্ত্রনার জলক্লান্ত পন্থ-
অতঃপর শেষ হয়েও হলো না শেষ ক্ষান্ত।


০১ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৫ মে ১৯
-----------------------------