সারাটা জীবনই একটা ঘোলা আফসোস
মাটির ঘাসে ঘুমাতে গেলে কেউ বলে আফসোস !
দুচোখে স্বপ্ন ঘোরে রাত্রিরে গন্ধ আফসোস
দাঁড়িয়ে থাকা আকাশ পানে তারা ছুট আফসোস
প্রায় বন্ধুদের মুখে শুনতে হয় আসফোস;
রবি, শশীদের ভাবনা বেলায় দেখি শুধু আফসোস
মৃত্যুর মুখে বলার সময় নেই আফসোস;


অথচ সংসার সুখের রমনীর ভাবনাতে আফসোস
আকাশ মেঘে চাঁদের দেশে মাটি পাথর
কখন যে হয়ে যাবে অবশেষ গন্ধবিরল আফসোস!
ঘাসফড়িং ডানায় ডানায় দেখে না আফসোস
চক্ষু জুড়ে নীলসাগর হাটুখানিক জল ডুবা দৌড়তে আফসোস
তারপর ঘন কুয়াশার চাদরে শীতউষ্ণ আফসোস
অতঃপর  এক পা- দু পা হাটলেই যেনো জলশূণ্য আফসোস।


০৫ পৌষ ১৪২৬, ২০ ডিসেম্বর ২০
-------------------------------