===================
অযত্ন ঘরের কলস, ভেঙ্গে ভেঙ্গে
জল গড়িয়ে- গড়িয়ে একদিন
কলস নদীর কুলে- সর্বাঙ্গ বাস;


তবুও বিস্মৃতি যন্ত্রবান কলস-
কোন স্বার্থপর কিংবা মৃত্যু দ্বারে
নিঃশ্বাস যখন যায় ঘরের কাশ!
তারপর ভোরের সুগন্ধী ছড়ায়;


অথচ সমস্ত কাঁচ ভেঙ্গে খান খান গ্লাস-
অতঃপর ভেবো না আমি কোন
আর তুমি, যত্নবান জলের কলস।


০৭ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ২২ ডিসেম্বর ১৯
---------------------------------------