========================
এই যুগের হাওয়া বড় হাওয়া- ভিজেছে অন্তর,
বার মাসের তের হাওয়া-বুক পিঠে লাগবে কখন!
তাল বেতাল ঘুরছে তাই- শূনেতেই চলে যাওয়া;


এই যুগের মায়া কতটুকু কায়া-সবই যন্ত্রনা সুধায়
দিবানিশি আঁধার যাত্রী, কি করে শান্তিতে বলো ঘুমায়-
ভোর হয়েছে কবে- হাওয়ায় হাওয়ায় দুলেনি রবে।


অভিনয়ের শঙ্খমালা প্রেমহীন হয়ে না যাই মাটির ভবে-
যে হাওয়া যাক না বয়ে এপাশ ওপাশ ছিদ্র মাতাল করে
তবু যুগ যুগান্তর হাওয়ার-সুবাসিত শ্লোগান ভরে থাক টবে।
২১-১০-১৮
------------