==================
কলম ছুটছে দুরন্ত বেগে-
ভাবনার নিশানে কি আছে?
বুঝা বড় দায়! তবুও কালি
ফুরাচ্ছে না বরং নতুন প্রজাপতির রঙ
ছড়াচ্ছে- ঐ দৃষ্টির সীমান্তে;


তোমার পদ্মফুলের ঘ্রাণ পাই
ভাষা হারায়- স্বপ্ন বুননায় অথচ
কলম কিছুতেই ঘুমাতে চাই না
জলের ঢেউ দেখি আরও অবাক হই
ভেসে যায় পদ্মফুলের আঙ্গিনায়;


কি করতে চাও বুঝো না প্রেম স্বাদ
করেছো তাই বড়বাদ- আজ ভয়
শুধু কালি এই বুঝি ছুঁয়া লাগে গায়
ছুড়ে ফেল সমস্ত দ্রোহ কাছে ডাক আজ
দেখে নিও কলমের রোমান্টিক।


১১ শ্রাবণ ১৪২৬, ২৬ জুলাই ২০
----------------------------