রঙিন আকাশ তবু সেদিনের সাদা
মেঘ, আকাশে ভাসছিল না-
জেনো মাটির স্পর্শ নোনাটে ভাসছিল;
হঠাৎ কৃষ্ণচূড়া রাঙালও পথ!
ভেঙে গেলো সাজান গাছের মগডাল-
এলোমেলো হলো প্রজাপতি
খুঁজে পেলো না ফাল্গুনি; অথচ সোনালি
ঘ্রাণ পূর্ণিমা ছুঁয়ে যায়- রাত ভোর
এখন স্বপ্ন বাহার- এভাবেই অপেক্ষা খুঁলা
দার- ভেসে আসুক না সাদা মেঘ-
কিংবা লাল গোলাপের গন্ধ বহর! কিন্তু জেগে
থাকে শুধু ছায়া শূন্য কালো মেঘ।
১৫ আশ্বিন ১৪২৮, ৩০ সেপ্টেম্বর ২১