====================
আবেগি মন-কেঁদো না আর
কেঁদো না- ফুল পাতা ঝরে যাবে-
এতো নিয়তির নিঠুর যাতনা;
অথচ সময়ে রাখনি মনে কিছু বায়না
প্রয়োজনে বুঝেছি মন ভাঙ্গা বেদনা!
তবুও কেঁদো না জানি কেঁদো না ।


স্বপ্ন পাতায় উড়া প্রজাপতির
ছবি এঁকে- এঁকে কি আর হবে
তবুও দিশাহারা এই ফাল্গুণি!
পূর্ণিমা রাত ঝলমল করে দেখি
যতো নিয়তির কারুকার্য অম্লীণ-
সময় থাকতে কর না শ্রদ্ধা ভক্তি সম্মান
তবুও অসময়ে কেঁদো না আবেগি মন।


২৩ মাঘ  ১৪২৬, ০৬ ফেব্রুয়ারি ২০
---------------------------------------