==============
একলা পাওয়া কাম বাসনা
সুখের দেখা বাসর মিলে-
দু‘জন ছাড়া হয় না;
কয়জনের ভাগ্য খুলে,
তালতলায় হাঁটতে যখন-
চেয়ে থাকত বামন চোখে।


কাম বাসনা ঋষি সন্ন্যাসী
তখন বিরল মাঠ বিরাজ করে-
পুষীলে দুঃখ কি সহ
আম বিড়ালে চেয়ে থাকার
সময় না আর রয়- তবুও কায়া
গুমড়ে উঠে ভোরের মাঠ।


সাধণ নাকি বজ্রপাত
পূর্ণিমাতে উচ্ছলে পড়ে
কাম বাসনায় ময়ূয়ী
নাহি ফেকম তুলে-
চৈতন্য ঘাটে কি মাঠে
একলা পাওয়া কাম বাসনা।


২২ শ্রাবণ ১৪২৬, ০৬ আগস্ট ১৯
-------------------------------