এক করোনা এখন ক্ষমতাধর চোখে
তাসের খেলা টিংকা!
মৃত্যু এখন মশা মাছি পিপড়ার মতো
আতঙ্কের সাথে যুদ্ধ
আর রক্তাক্ত চিন্তার সাথে বসবাস


মহামারী কবিতার চমক
টিকা এখন সোনার হরিণ পুজ খেলার
সেরে সর্বনাশ করোনা;


তুমি কখন এলে কখন যাবে কেউ জানে
না, শুধু ক্ষমতার চক্ষু ধারাল
ক্লান্তিময় ভাবনা ছুঁয়ে যায় নীলনদ কিংবা
চিনা জানা খাল বিল আর-
ক্রিকেট খেলার সোনালি মাঠ মেরে দিব ছক্কা
তুমি বুঝি এখন করোনা।


১৩আষাঢ় ১৪২৮, ২৭ জুন ২১
----------------------------