========================
এই রাজ্য শাসনে তুমি রাজাময় কার্তিক,
তোমার বলতকার হুক মানে শুধু উজির-
আর আমরা আমজনতা প্রজা কিংবা কর্মচারী,
চেয়ে চেয়ে দেখি আর হাটবাজার করতে গেলে
রোজ হয় রক্ত ঝরা শ্লোগন কিংবা সহ সম্মুখে ধর্ষণ;


তোমরা সোনার পালঙ্কে সোনার ডিম নিয়ে ঘুমাও!
সুতরাং আমাদের ন্যায্যাধিকার থেকে বঞ্চিত করো-
এভাবে থাকলে দেখেবে- গাইবে না কোন পাখির গান
অতঃপর উজির রাজ্য নিয়ে থাকো- মহামান্য রাজা,
আমরা শুধু বঞ্চিত হয়ে থাকি খাদ্যময় কর্মচারী প্রজা
আর নাকে মোমবাতি জ্বালাই এই কার্তিকের চশমা।


০১ কার্তিক ১৪২৬, ১৭ অক্টোবর ১৯
-----------------------------------