=====================
বর্ণ ধূসর স্বর্ণ খেরে ভাবনাগুলো রসাক্ত
পথের বাঁকে কাঁঠালগুলো ছিন্ন ভিন্ন
শুধু দৃষ্টিপাত জনসমুদ্রে বাহারি তকতকে-
তারার গায়ে অবাক চোখে সহনিদ্রাহীন
তারপর অন্তঃপরবাসে নিশিদিন;
মেঘের ভেলায় ভেলায় বাবই পায়ের খেলা
যেনো ঐ যমুনার জলতরঙ্গে চলা-
প্রজন্মের কাঁঠালগুলোর কেঁটে যায় বেলা
তবুও ভাবনাগুলোর রসালো তক-
তেমনী রবে গাঙচিল ঠোঁট বলে রব রব
মৃত্তিকা জুড়ে কাঁঠাল তকে বিচ্ছিন্ন সব।
০২-০৭-১৮
--------------