কে জানে না-
তোমার নাম যমুনা
শত রূপ জলে রূপশী
তুমি অনন্যা !
তোমার বুকে কত না
বাদামী আকাশী রঙের চর-
বাঁটির চর –দেলুয়াবাড়ি চর
আর কত নাম না জানা
দুঃখে ভাঙ্গা গড়া ঘর;
তাই তো তোমার নামটি
কেউ ভুলে না।


ওগো যমুনা আমার মাঝে
সকাল দুপুর ডুব দিয়ে যাও-
তুলো ঝড় স্মৃতিমাখা
বালু মুছানোর জল
চোখে ভাসো সরিষা তুলা
দৃশ্য ফুলে ফল
সবুজ ঘাস কাশবন দুলে দুলো খাও
হারিয়ে যাও একুল ওকুল
তাই তো তোমার নামটি
কেউ ভুলে না-
তোমার নাম তাই যমুনা ।
১৮-০৭-১৭
------------