=========================
এই ধরণীর কুল জুড়ে কেমন জানি কেনো
কোন অপরাধ চোখের কোণে রক্ত ঝর্ণা
প্রবাহমান- তারপরও বুকের সীমানায়
দাবানল জ্বলছে- এমনকি ভাবনার সুখপাড়ায়-
শৈত্য প্রবাহ কপন ঘুমহীন রাত; মাঝে
মাঝে ঐ ঝিরিঝিরি বাতাস নীবরবে বায়ু সয়
আর সরিষা ক্ষেতের রঙ বেশ দুলছে সাড়া মাঠ!


তবুও সে জানি না কিসের অপরাধের নব বাসর;
কাটাতে হচ্ছে- এভাবে রক্ত ক্ষরণ সইতে হবে-
তারমানে হিংসার অপকটে ওদের অপরাধ-
তারপরও কোন আফসোস নেই- খুঁজছে যেনো
মৃত্যুতেই সমাধান; অপরাধ তুমি, ক্ষমার মহত্ব
সরিষা ফুল হলে না- না হলে অমরত্ব সুধা,
তাও পেলা না- বল! কেমন কোন অপরাধ।


০৮ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ২৩ ডিসেম্বর ১৯
----------------------------------------