=======================
জীবন থাকিতে পেলাম না সমাদর
মরণ হলে করো কেনো সমাচার-
এমন সমাদর -সমাচার চাই না -না
মরণ কালে আঁধার শুধু আমার।


কেমন করে করবে বলো সমাদর
সমাচার দেখতে পাবো না-ও স্বজন
জীবিত কালে করে গেলে কতো লাঞ্ছনা-
গঞ্জনা অন্যায় অত্যাচার আর অপমান;


শিশু কালের মতো মায়া দয়া থাকলো
কথায় আর- এমনও জনম ধন্য পারা পর-
এক নিমিশে মলিন হলো মৃত্যু- ভুবনও
মাঝে কি হবে করে সমাদর- সমাচার।


৩০ বৈশাখ ১৪২৬, ১৩ মে ১৯
----------------------------