আজকাল কবিতার গায়ে রঙতুলির
আচরে ছবি আঁকছে বেশ- সময়ের
পিটে ভাবতে অবাক- ঈশ্বর বুঝি নাই
আপনা ক্ষমতাকেই প্রভু ভাবছে বেশ
আর সময় গড়ে-গড়ে যাচ্ছে কোন দিকে;


ধর্ম মানবতার মাথায় জানি মগজ নাই
কি করে থাকবে পৃথিবী এখন অসহায়-
শুধু ক্ষমতা লোভের কাছে খাই- খাই!
অতঃপর এখনো সময় আছে-ক্রোধ নয়
পৃথিবীর কবিতা ঈশ্বর চিনুক,ঈশ্বর মানুক।


১২বৈশাখ ১৪২৯, ২৫এপ্রিল ২২