=========================
ভালবাসা সেতো এক রাজ্যের রাজা!
এক মুঠো ফসলের মাঠ সবুজে অরণ্য;
খয়রাতি মনোভাব থাকতে নাই কারণ
খাদ্য বিলাস হতে পার
তবে চকোলেট চায় মানে খয়রাত নও;


তাহলে ভালবাসা কথায় গেলো ?
ভালবাসা তো ঘুমের ঘোরে স্বপ্নে দেখা কোন রাত নয়-
তাহলে রাজার কণ্ঠ ভরা আফসোস কেনো?
অথবা খয়রাতি রাজাও হতে চায়!
কারণ ভালবাসা বুঝানোর জন্য


ভালবাসা কখনো খয়রাতি নয়
তোমার অপছন্দ হতে পারে  ঘ্রণাও করতে পার
তাই বলে ভালবাসাকে অপবিত্র করতে পার না
তুমি আমি আমরা ভালবাসা নিয়েই বেঁচে আছি-
বেঁচে থাকব; ভুলে যাও দুঃখময় কষ্টধারা


আনন্দ নিতেও খয়রাতি মনে করো না
ওটা শুধু মুঠোই মুঠোই ফসলের ভালবাসা মনে করো
অতঃপর ভালবাসা খয়রাতি নয় ।


০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০
-----------------------------