============
দেখো আর শিখ- শিখ
শিখ আর মার -মার-
গা জুড়ে হচ্ছেটা কি
সবই খামোশ রে ভাই!
খামোশ ফেঁটেছে আজ
কারো ঠোঁটে এখন
দামশ আর ধামশ;


রঙের খেলায় রঙ, রঙ
লাগলেই বাঘশ -রাগশ
কত বর্ণের রঙ ছিটালো
গায়ে- হউশ নাই হউশ-
খামোশ শুনেই এলার্জি
ধরেছে কণ্ঠনালি চামশ-
সব বিদ্বেষ উল্কো পুটল
বুঝলো কি খামোশ ঝল;


খামোশ মানেই চুপ করও
ভুলে গেছে দামশ- কামশ।
লাঘববায়ুল অশিষ্টাচার- তাই
আজ ভাঙ্গে না লজ্জা হার-
নীতি আদর্শ্য ভাই পঁচে গেছে
কাঠাল পাকা রাত আর রাত।
১৫-১৪-১৮
----------