===============
কেমন রক্ততে গড়া সন্তান?
ধূলির সাথে পর করো পর-
বিদ্বেষে ভুলো করো অজ টান;
কে কি বল্লো তাতে- কি আসে
যায়- রাগ থাকে না অজীবন-  
ক্ষমা করো এই মানিক রতন।


এই ধরণির নিঠুর সংসার ঘর
দিনে দিনে দিন ফুরাল- নোনে
ধরিল বয়সের দেহ ধর- নিজের
চাওয়া পাওয়ার মাঝে রাখলে না
আপোষ- কি দোষে- দোষ সাজাও -
এই রক্ত ঝরা ক্ষীণ সময়ের বন্ধন।


০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২০ নভেম্বর ১৯
-----------------------------------