হায় আল্লাহ -হায় আল্লাহ-
আল্লাহ -ক্ষুধা কেন দিলা-
সেই ক্ষুধার জন্য কত না খাদ্য খাই,
ভুমিতে করি খাদ্য চাষ
হায় আল্লাহ -হায় আল্লাহ
কেন পোকামাকড় সৃষ্টি করোলা?
ওদের খাদ্য কি বানাইলা-
ভাবতেই আর ক্ষুধা লাগে না-
হায় নিঠুর ক্ষুধা, নিঠুর মৃত্যু-
হায় নিয়তির মেনে নেয়া কি কষ্ট জ্বালা!
দেহ নাকি খাদ্য হবে পিপড়া বিচ্ছুর
হায় খাদ্য হায় মনের ক্ষুধা।
১৪-১১-১৭
=======