========================
এখনো সভ্যতা একই নিয়ম মানছে
খুনের বদলা খুন করচ্ছে!
এই তো জ্বলানময় আগুন জ্বলছে
অথচ ভেবে দেখি না
কুত্তার চেয়ে কম কিসের
শিয়াল, শকুন, হায়নার চেয়ে
হিংস্রো বিশের;


বিবেক, বৃদ্ধি- জ্ঞান গেলো কোথা-
সবই যেনো ক্রোধ নেশায় ছুটচ্ছে
এ দিখে- সে দিখে; ভাবনার বোধটা কোথায়?
সত্যই দিনে দিনে অন্যরকম পশু হয়ে যাচ্ছি-
আর কতদিন বেঁচে থাকার জন্য-
বলো প্রভু কেনো খুনের বদলা খুন?
অনুতাপের রক্তময় পাপ ভেসে যায় গঙ্গায়-
গেলে কি হবে পরিপূর্ণ  না- না-
খুনের পরিসমাপ্তি- নয় ভালবাসার রক্তিম
শুধু খুন আর খুন।


২১ ফাল্গুণ ১৪২৬, ০৫ মার্চ ২০
-----------------------------