================
ভিজা মাটির গন্ধে রবি
বিরহ চিত্তে ভেসে যায় ছবি-
ঝিলমিল আর্তনাদে শশী
হারিয়ে জোনাকি প্রণয়ে নাশী;


সাদা মেঘে নালিশ করে
সবুজ নীলে হবে কি দুখ পুষে-
সবই সোনালী ঘ্রাণের ছবি
ক্লান্তি আহা মরি শশীতে শান্তি;


স্মৃতিরা লাশ,ঘাসের বুকে বারমাস
কাটলো না আজও বিভান্তি-
শ্রাবণের ডাক মেঘও বৃষ্টি- শুনতে
নাহি পাক- তবুও এগাঁয়ে বাঁক।


২৬শে পৌষ১৪২৫,০৯জানু’১৯
---------------------------