=====================
সেই দিনের ভাগ্যটা নিয়ন্ত্রণ ছিল বলে
কিছু কওয়া মাত্রই ফুটেছিল ফুল;
ঘ্রাণটা বেশি ক্ষণ স্থায়িত্ব ছিল না-
কখনো যে ঝরে গেলো কৃষ্ণচূড়ার জল স্বাদ!
শুধু স্বপ্ন ঘোর রয়েই গেলো- রাগ অনুরাগ
আজও বাতাস- কখনো ঘন বসতি
এপাট ওপাট নিঘুম সারা রাত –
তবুও জমাট বাঁধা ভাগ্যের কি পরিহাস?
এমনটিই জেনো আঁধার ঘরে খেলার মাঠ-
দীর্ঘশ্বাসের দৌড় অথবা জলশুকন মেঘনাদ;
অতঃপর কি নিয়ন্ত্রণ ভাগ্যটা এমনটা ছিল।


২১ বৈশাখ ১৪২৬, ০৪ মে ১৯
---------------------------