========================
আজও দৃষ্টির জানালাতে রক্তচক্ষু কঠোরতা-
ভাবিনি এতোটা কালবৈশাখি মেঘ হবে !
তবুও ভালোবাসার নির্ঘামে, স্বপ্ন দেখি সরলতা-
কিন্তু তাও হয়নি উল্টোমুখি ঘৃণার কঠোরতা;
কি পেলো বসন্ত পোড়া ছাই ছাড়া -
নাকি অমাবস্যের ঘুটঘুট জোনাকহীন রাত
না -না সেতো সুখের দক্ষিণা প্রাসাদ?
এখন শুধু কোকিল কণ্ঠ , শালিকের সুর তুলা ডাক
নিঠুর নীলপাতার মাথায় ঝরে পরা
স্মৃতির অবলা ঝুঁলা এতটুকু নাহয় থাক;
অতঃপর মৃত্যুর অাবডাল নিশ্বাসে কঠোরতা বইবে।
০২-০৪-১৮
=======