=======================
এক বটবৃক্ষের শাখা উপ-শাখা প্রশাখা
জুড়ে পাপ আর পাপ-
ঐ কলা গাছের হাজারও পুন্যতা ভরা রাত,
তবে বেলতলা শুধু মাথাভাটার রাগ-
বড়ই গাছের উপরে মারনা ঢিল-
দেখ- কার কি যায় আসে;
তারপর ডালিম,বাদামীলেবুর চোখহীন লাজ!
তবুও এই বটবৃক্ষের সমাচীন পাপের কথা
কেউ ভাবে না-
তৈঁতুল তো চৈত্রের হাওয়াতে শুধু ঝরছে-
অতঃপর কাঁঠাল, আম রাখলো কই
পাপ পুন্যের হিসাব !
কলাছাল শুধু বটবৃক্ষের গোড়ায়।


১৪ চৈত্র ১৪২৫, ‍২৮ মার্চ ১৯
--------------------------