আজ কাল মাঠে ময়দানে
কবি ও কবিতার এক অদ্ভুত
আর্তনাদ প্রায় শুনতে পাই!
আমরা আমজনতা ভীষণ ভাবে
বিব্রত বোধ করছি অথচ কবির
কোন চিন্তা ভাবনা নেই- রাতের
ঘুম শেষে ভোরের নতুন নতুন
কবিতার প্রকাশের যত সব বিজ্ঞাপন
অতঃপর ভরণপোষণের দিন, মাস,
বছর কঠিন হয়ে যাচ্ছে কবি ও কবিতা
তার সুরাহার কোন রঙিন আকাশ নেই
শুধু মেঘবৃষ্টির ঝড় হাওয়া সমস্ত চয়ণ।


২৭চৈত্র ১৪২৮, ১০এপ্রিল ২২